How to primary designs to your free blogger account

Step 2

আপনারা এতক্কনে বুজে গেছেন যে ব্লগ কীভাবে খুলতে হয়। এখন আসুন ব্লগ ডিজাইন কীভাবে করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করি। আপনার ব্লগ এর ডিজাইন এর জন্য আপনার ব্লগ এর জন্য আপনার ব্লগটি অনেক সুন্দর হতে পারে। আসুন আমি এখন প্রাথমিকভাবে ডিজাইন কীভাবে করতে হয় তা দেখাই। প্রথমে আপনাকে যেটি করতে হবে আপনার ব্লগস্পট একাউন্ট এর Dashboard এ যেতে হবে। এখন ছবিগুলুর দিকে লক্ক করুন।
প্রথমে ড্যাশবোর্ড থেকে Template এ ক্লিক করুন।
 তারপর যে পেইজ ওপেন হবে সেখানে দেখবেন অনেকগুলি টেম্পিলেট আছে। ওখান থেকে যেকোন একটি নির্বাচন করুন। এটি ব্লগ এ একটিভ করার জন্য নির্বাচন করা টেমপ্লেট এর উপর মাউস এর কার্সর নিন দেখবেন Apply To Blog লেখা দেখাচ্ছে এটিতে ক্লিক করুন।

 এখন টেমপ্লেট টি নিজের মনমত সাজাতে template এ ক্লিক করে Customize এ ক্লিক করুন।

এখানে ৫ টি অপশন পাবেন এখান থেকে আপনার ইচ্ছেমত ডিজাইন করুন। ডিজাইন করার সময় নিচে আপনার সাইট এর  Preview দেখে ডিজাইন করতে পারবেন। ডিজাইন সেইভ করতে Apply to blog এ ক্লিক করুন।

আসাকরি পরবর্তীতে কীভাবে প্রফেশনালি ডিজাইন করা যায় এই নিয়ে পোষ্ট থাকবে। কম্পিউটার, ব্লগিং, এডসেন্স, এসিও এসব বিষয়ের আরও ইনফরমেশন পাবেন Blogging Tips ওয়েবসাইট এ।

Related Post:

  • Facebook Comment