আসসালামুয়ালাইকুম। আসাকরি সবাই ভাল আসেন।
আমাদের এই গ্রুপে এখন যে কাজটি করব সেটি হচ্ছে ব্লগিং করা। ব্লগিং সম্পর্কে নতুন
করে বলার কিছু নাই। এই তথপ্রঝুক্তির যুগে ব্লগিং কি এটা সবাই জানে। চলুন কাজের
কথাই বলি।
ব্লগিং কিভাবে শুরু করবেন?
প্রথমে সবার একটি জিমেইল আইডি থাকা
আবশ্যক না থাকলে তাড়াতাড়ি আইডি খুলে নিন। আইডি খুলা হয়েগেলে আপনারা এই লিঙ্ক এ চলে যান এবং নিচের মতো করে এখানে একটি একাউন্ট খুলুন।
এই লিঙ্ক এ ক্লিক করার পরে নতুন একটি পেইজ আসবে। যদি জিমেইল আইডি সাইন ইন করা না থাকে তাহলে সাইন ইন করার জন্য বলবে করে নিবেন।
এই লিঙ্ক এ ক্লিক করার পরে নতুন একটি পেইজ আসবে। যদি জিমেইল আইডি সাইন ইন করা না থাকে তাহলে সাইন ইন করার জন্য বলবে করে নিবেন।
আপনার জিমেইল একাউন্ট যদি গুগল প্লাস করা না থাকে তাহলে করে নিন।
এখন ছবির মতো করে কাজ করুন।
প্রথমে যে ইমেজ দেখতেসেন এভাবে পেইজ আসবে। এখানে Continue to blogger লেখাতে ক্লিক করুন। নতুন আরেকটি পেইজ আসবে।
এখন ছবির মতো করে কাজ করুন।
প্রথমে যে ইমেজ দেখতেসেন এভাবে পেইজ আসবে। এখানে Continue to blogger লেখাতে ক্লিক করুন। নতুন আরেকটি পেইজ আসবে।
এখন আপনি New blog লেখাতে ক্লিক করুন। আরেকটি পেইজ ওপেন হবে।
এখন আপনি Title এ আপনি যে বিষয়ের উপর ব্লগ করতে চান তা লিখুন। যেমনঃ আমি Teach এর উপর করতে চাচ্ছি এজন্য টাইটেল দিয়েছি Teach 50 । এখন Address আপনার টাইটেল এর মতো দিন স্পেস রাখবেন না। যদি আইডি available না হয় তাহলে এড্রেস কাট-সিট অথবা কিছু যুগ করে available করে নিন। Template থেকে আপনার ইচ্ছেমত টেমপ্লেট এ ক্লিক করুন। সবশেষে Create blog এ ক্লিক করুন।
এখন আপনার ব্লগ তৈরি হয়ে গেছে। আপনি আপনার ব্লগ এর নামের উপর ক্লিক করে ব্লগ এর Dashboard এ প্রবেশ করুন।
কম্পিউটার, ব্লগিং, এডসেন্স, এসিও এসব বিষয়ের আরও ইনফরমেশন পাবেন Blogging Tips ওয়েবসাইট এ।