গুগল ক্রোম ব্যাবহারকারীরা এদিকে আসুন। জেনে রাখুন একটি Extension সম্পর্কে, কাজে আসবে।

আসাকরি আপনারা সবাই ভালো আছেন। আজকে গুগল ক্রম ওয়েব ব্রাউজার নিয়ে লিখতে বসলাম। গুগল ক্রম ওয়েব ব্রাউজার এর একটি Extensions এর সাথে পরিচয় করিয়ে দিব। এটি এককথায় নতুন Extensions তাই এটি সম্পর্কে তেমন কেউ জানেনা। আপনারা কমবেশ সবার কোনও না কোনও প্রয়োজনের তাগিদে স্ক্রিন ভিডিও রেকর্ড করার দরকার হতে পারে, তাই এই Extensions এর সাথে পরিচিত হন। এটি দিয়ে স্ক্রিন এর ভিডিও রেকর্ড করা যায়। HD ফরমেট এ ভিডিও রেকর্ড হয়। আপনারা অনেক সফটওয়্যার ব্যাবহার করেছেন, অনেক সফটওয়্যার ভাল কাজ করে আবার অনেক সফটওয়্যার তেমন ভাল কাজ করে না অথবা ভাল সফটওয়্যার গুলোর বেশিরভাগই ডলার দিয়ে রেজিস্টেশন করতে হয়। এসব অনেক ব্যায়বহুল এবং ঝামেলার। আমি অনেক খোঁজে এটি পেলাম, যেহেতু এটি একটি Extensions সেহেতু এটি কোনও রেজিস্টেশন করা লাগবেনা এবং এই Extensions টি দিতে ১০ এমবি ডাটা খরচ হবে(অন্যান্য সফটওয়্যার এর তুলনায় অনেক কম) এককথায় ফ্রি। আমি অনেক সফটওয়্যার ব্যাবহার করেছি কিন্তু দুই-একটি সফটওয়্যার ছারা বাকিগুলো তেমন ভাল নয়। এটির ফরমেট অনেক High Resolution এর তাই ভিডিও একেবারে ক্লিন হয়। এটি এড করে এটির Setting গুলো দেখে নিন।
আজকে না হয় অন্যদিন দরকার হতে পারে।
ধন্যবাদ সবাইকে।

Related Post:

  • Facebook Comment