আপনার ওয়েব সাইট অথবা ভিডিওতে নিয়ে নিন ট্রাফিক। অবশ্যই দেখবেন, কাজে লাগবে।

আসাকরি সবাই ভাল আছেন। আজকে একটি দরকারি টিউন নিয়ে হাজির হলাম। এই পোস্ট এ আমি সবকিছু স্টেপ বাই স্টেপ লিখব। তাই পুরো পোস্ট টি পড়ে জানাবেন আপনাদের কোনও উপকারে আসতে পারলাম কিনা ? অযথা কথা না বলে কাজের কথায় যাওয়া যাক। আমাদের অনেকের ওয়েব সাইট আছে আবার অনেকের ইউটিউব চ্যানেল আছে কিন্তু ইউটিউব এর ভিডিওতে ভিউ নাই। এই বিষয়ে আপনাদের একটি পথ দেখিয়ে দিব। আমি একটি Traffic Exchanger সাইট নিয়ে বিস্তারিত লিখব, এই টিউনটি অনেক বড় হয়ে যাবে তাই ছোটো করে আপনাদের সহজে বুজানোর চেষ্টা করবো।
আমি সমস্ত কিছু বলব যাদের ভাল লাগবে একাউন্ট করবেন।
কীভাবে একাউন্ট করবেন দেখে নিন।


এখন ইমেল চেক করে ভেরিফাই করে লগইন করুন।
এখন আপনার Software Download করতে হবে। একাউন্টে লগইন করে Traffic Exchange এ ক্লিক করুন। Software Download এর অপশন পাবেন Software Download করে নিন। Software Download কমপ্লিট হলে ইন্সটল করুন। এখনতাহলে Software এ ডুকে আবার লগইন করে নিন। অটোমেটিক Traffic Exchange অপশন এ চলে যাবে, নিচে দেখুন আপনার IP ADDRESs দেখা যাচ্ছে Start বাটনে ক্লিক করে Traffic Exchange শুরু করে Minimize করে রেখে দিন।
এখন আপনার ব্রাউজারে ওপেন কৃত একাউন্ট এ গিয়ে My Websites এ ক্লিক করুন।Add a new website নামে অপশনে ক্লিক করুন। URL এর ঘরে আপনার লিঙ্ক দিন। পরে Duration সিলেক্ট করে দিন, আপনার লিঙ্ক টি লোড হওয়ার সময় অনুযায়ী। নিচে পাবেন Traffic Source এটি যেভাবে আছে সেভাবে রেখে দিন। এখন Submit for Review বাটনে ক্লিক করুন।
এই Software টি যতক্ষণ ওপেন রাখবেন ততক্ষণ আপানার একাউন্ট এ মিনিট জমা হবে। যা আপনার লিঙ্ক এর ভিউ এর কাজে খরচ হবে। আপনারা সাইট ঘুরে বিস্তারিত দেখে নিন।
এখন আসি আসল কথায়। আপনি তো বর্তমানে ফ্রি একাউন্টে আছেন এটি দিয়েও চলতে পারবেন, কিন্তু যদি ইনকাম করতে চান বা আপনার ওয়েব এ অথবা ভিডিওতে ভিউ বাড়াতে চান তাহলে প্রিমিয়াম এ যেতে হবে। প্রিমিয়াম এ রেটিং ও বেশি পাবেন। প্রিমিয়াম করতে হলে লাগবে 7 Euro ১ মাসের জন্য। আবার Pro premium করতে হলে লাগবে 3 Euro এটিও ১ মাসের জন্য। যদি ৭ ডলার দিয়ে প্রিমিয়াম করেন তাহলে যখন Website এড করতে যাবেন তখন Traffic Source এ কয়েকটি অপশন পাবেন। গুগল, ফেইসবুক, ইউটিউব, টুইটার এগুলো সিলেক্ট করে দিতে পারবেন। তাহলে এডসেন্স ইউজ করলেও এটি ধরতে পারবে না। ফ্রি একাউন্ট যদি ইউজ করেন তাহলে এডসেন্স এর এড বন্দ করে কাজ করবেন। আপনারা বিস্তারিত সাইট ঘুরে দেখে নিন, ধন্যবাদ সবাইকে।
আরেকটি টিপস যারা কাজ করতে ইচ্ছুক, আপনাদের যদি Broadband থাকে তাহলে ভাল। আর যদি না থাকে তাহলে Grameen phone এর ২৯৯ টাকায় ১ মাসের যে আনলিমিটেড পেক আছে এটি নিয়ে নিন। 500 MB ইউজ করার পর ১২৮ kbps স্পীড পাবেন, এটি এই কাজের জন্য যথেষ্ট। Vat সহ ৩৪৩ টাকা নিবে।
আমার এই ইউটিউব চ্যানেলটি দেখে আসার অনুরুধ রইল Teach50 সাবস্ক্রাইব করবেন।
কোনও সমস্যা হলে ফেইসবুকে আমি  https://www.facebook.com/omerfaruk073

Related Post:

  • Facebook Comment