নামবিহীন করুন আপনার কম্পিউটার এর যেকোনো ফাইল এবং ফোল্ডার ।



কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেনআজ আপনাদের মাঝে নিয়ে এলাম নতুন একটি ট্রিক, কীভাবে নাম বিহীন ফোল্ডার তৈরি করা যায়। চলুন দেখি যেভাবে নাম ছাড়া ফোল্ডার তৈরী করবেন
নাম ছাড়া ফোল্ডার বানাতে চাইলে নিচে দেওয়া নিয়মটি অনুসরন করুন-




1. একটি ফোল্ডার তৈরি করুন যে কোন নামে

2.এবার ফোল্ডারটি সিলেক্ট করে কী- বোর্ড থেকে F2 চাপুন
অথবা ফোল্ডারটির উপর
মাউসের রাইটবাটন
ক্লিক করে Rename এ ক্লিক করুন

3. এবার কী বোর্ড
থেকে Alt কী চেপে ধরে রেখে কী বোর্ড হতে 0160 চাপুন

4. Alt কী ছেড়ে দিন
তাহলে ফোল্ডারের নামটি মুছে যাবে তখন
কী বোর্ড হতে Enter প্রেস করুন

5. ব্যাস কাজ শেষ,
হয়ে গেল নামছাড়া ফোল্ডার তৈরী

বিদ্রঃ এই পদ্দতি অবলম্বন করে আপনি যেকোনো ধরনের ডকুমেন্ট, ফাইল, ফোল্ডার নামহীন করতে পারবেন।

Related Post:

  • Facebook Comment