টেক্সট কে সাউন্ড এ রূপান্তর করে নিন।

আজকে আপনাদের মাঝে এমন একটি বিষয় নিয়ে হাজির হলাম যা সবার কাজে লাগতে নাও পারে আবার অনেকের অনেক কাজেও লাগতে পারে। তবুও জেনে রাখা ভাল। আপনারা সবাই সাউন্ড রেকর্ডিং সম্পর্কে জানেন, কিন্তু সবার কন্ঠ সুন্দর না অথবা সবাই ঠিকমত উচ্চারন করতে পারেন না। এজন্য দেখা যায় অনেকে সুন্দর সাউন্ড রেকর্ড করার প্রয়োজন থাকলেও পরে তা স্বপ্নই রয়ে যায়। তবে এখন থেকে আশাকরি আর স্বপ্ন থাকবে না, এই আসা বাস্তব করা সম্বভ। আজকে আমি আমার You Tube চ্যানেল এর জন্য একটি ভিডিও এর সাউন্ড এডিট করতে গিয়ে এই সাইট এর দেখা পেলাম। আপনি ইংলিশ এ যেকোনো টেক্সট লিখে দিবেন আর তা পড়ে শোনাবে এই সাইট। এই সাইট এর সফটওয়্যার ও রয়েছে, আপনারা চাইলে সফটওয়্যার ও ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন। 


আপনারা চাইলে বিভিন্ন ধরনের সাউন্ড সিলেক্ট করে দিতে পারেন। এখানে বিস্তারিত করে লিখতে পারলাম না, সাইট এ গিয়ে আপনারা দেখে নিন।


সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।

Related Post:

  • Facebook Comment